বন্দরে ছিনতাইকারী সন্দেহে ৬ যুবক ও ২ নারী মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে ৮ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো বন্দর থানার সোনাচড়া এলাকার শাকিল মিয়ার ছেলে সামির (১৮), মাসুম মিয়ার ছেলে নাঈম (২০), সোহাগ মিয়ার ছেলে অনিক (২০), আমির হোসেন মিয়ার ছেলে তানভির (১৮) ও একই এলাকার মাসুম মিয়ার ছেলে শুভ (১৯), পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার জামান মিয়ার ছেলে রিয়েল (৩২), দড়ি সোনাকান্দা এলাকার ইসমাঈল মিয়ার স্ত্রী সোনিয়া (৪০) ও বন্দর দত্তবাড়ী এলাকার রফিক মিয়ার স্ত্রী মাজেদা বেগম (৫০)।
আটককৃতদের শনিবার (৯ আগস্ট) দুপুরে আটককৃত ৮ জনের মধ্যে ৫ জনকে পুলিশ আইনের ৩৪ ধারা ও ২ নারী মাদক ব্যবসায়ীকে পুলিশ আইনের ১৫১ ধারায় ও অপর আরো একজনকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শুক্রবার (৮ আগস্ট) রাতে বন্দর থানার সোনাচড়া বাজারসহ বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়দের তথ্য স‚ত্রে জানা গেছে, আটকৃত যুবক সামির, নাঈম, শুভ, অনিক ও তানভির দীর্ঘ দিন ধরে বন্দরে তালতলা, সোনাচড়াসহ বিভিন্ন স্থানে চুরি ছিনতাই করে আসছিল। এছাড়াও আটককৃত ২ নারী মধ্যে সোনিয়া দড়ি সোনাকান্দা এলাকায় ও মাজেদা বেগম দত্তবাড়ী এলাকায় দীর্ঘ দিন ধরে অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
আপনার মতামত লিখুন :