News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

সুরুজ্জামানকে কেউ স্মরণ করেনি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ১১:০৮ পিএম সুরুজ্জামানকে কেউ স্মরণ করেনি

বিলুপ্ত নারায়ণগঞ্জ শহর বিএনপির সহ সভাপতি সুরুজ্জামানের মৃত্যুর পর যেন দল তাকে ভুলে গেছে। গত ২২ নভেম্বর তার মৃত্িযবার্ষিকী থাকলেও কেউ স্মরণ করেনি। আয়োজন হয়নি কোন দোয়া বা স্মরণ সভার। অথচ জীবদ্দশায় আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন বেশ সরব।

মৃত্যুর কয়েকদিন আগেও এ প্রতিবেদকের সঙ্গে কথা হয়েছিল সুরুজ্জামানের। তখন তিনি বলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অনেকেই মামলার বিষয়ে সহযোগীতা করেছেন। তবে ফোরামের কিছু কিছু নেতার বিরুদ্ধে কারাগারে থাকা ও মামলায় আসামী হওয়া কর্মীদের কাছে টাকা চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। সাখাওয়াত হোসেন খান সহ অনেকেই সহযোগীতা করেছেন।

তিনি জানান, তিনি (সুরুজ্জামান) ও এটিএম কামাল নেতাকর্মীদের খোঁজ খরব নিয়েছেন। যে সব নেতাকর্মীদের সমস্যা হয়েছে তাদেরকে আর্থিক সহ নানাভাবে সহযোগীতা করেছেন। এমনকি তৈমূর আলম খন্দকার মাঝে মাঝে লোক মাধ্যমে টোকেন মানি পাঠিয়েছিল সেটা কর্মীদের মাঝে লাগিয়েছেন। পাশাপাশি নেতাকর্মীদের নিয়ে দলীয় বিষয়ে আলাপ আলোচনা করেছি। নেতাকর্মীরা যাতে ভেঙ্গে না পড়েন সেক্ষেত্রেও তাদের উৎসাহ দিয়েছি। নিজেদের কষ্ট হচ্ছে এমনটা তাদেরকেও বুঝতে দেইনি। খুব ভোরে ঘুম থেকে ওঠে নামাজ পড়েছি। একটু হাটাহাটি করেছি। পরে নেতাকর্মীদের খোজ খবর নিয়েছি।

তিনি জানান, ১৯৮৭ সাল থেকে কর্মী থেকে বিএনপির রাজনীতি শুরু করি। দশ বছর কর্মী থেকে পরবর্তীতে ১৯৯৮ সালে জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ও সভাপতি হিসেবে ১২ বছর দায়িত্ব পালন করেছি। এরি মধ্যে সদর থানা বিএনপির সদস্য সচিব ছিলাম। পরবর্তীতে জেলা বিএনপির সম্মেলন কমিটিতে সদস্য ছিলাম। পরে নগর বিএনপির কমিটিতে সাধারণ সম্পাদক সম্মেলন করি। আমার সাথে নির্বাচনে প্রার্থী ছিলেন অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির ও এটিএম কামাল। এটিএম কামাল আমার চেয়ে তিন ভোট বেশি পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তবে মৃত্যুর শেষবদি বিএনপির একজন কর্মী হয়েই মরতে চাই।

Islam's Group