আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইলিয়াস আহমদ নেতাকর্মীদের নিয়ে ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়নের মুসলিমনগর ও আশপাশ এলাকায় গণসংযোগ করেছেন।
রোববার (২৩ নভেম্বর) বিকালে বিসিক শাসনগাঁও শাহী মসজিদ থেকে গণসংযোগ শুরু হয়ে এনায়েতনগর ইউনিয়নের মুসলিমনগর, কাশীপুরের শান্তিনগর ও হাজিপাড়া এলাকায় গণসংযোগ করা হয়। এসময় নেতৃবৃন্দ জনসাধারণের মাঝে খেলাফত মজলিস ও দেওয়াল ঘড়ি মার্কার পক্ষে লিফলেট বিতরণ করেন।
গণসংযোগে এমপি প্রার্থী ইলিয়াস আহমদের সাথে খেলাফত মজলিস নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম, এনায়েতনগর ইউনিয়ন সভাপতি আব্দুল করীম মিন্টু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, বায়তুলমাল সম্পাদক ডাঃ সাইফুল ইসলাম ও শ্রমিক মজলিসের জেলা সেক্রেটারি আবু কাউসার সরকার প্রমুখ।








































আপনার মতামত লিখুন :