নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ নিজের নির্বাচনী প্রচারণা এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচারণায় শহর ও বন্দরে বিভিন্ন স্থানে ডিজিটাল স্ক্রিন বসিয়েছেন। ব্যস্ততম নগরীর চাষাঢ়া বিজয়স্তম্ভ এবং কালীরবাজার চারারগোপ এলাকায় স্ক্রিন বসানো হয়। সংবাদ প্রকাশের পর রোববার বিজয়স্তম্ভে বসানো ডিজিটাল স্ক্রিনটি খুলে নেওয়া হয়েছে। অন্যদিকে কালীরবাজার চারারগোপ মাড়ে বসানো স্ক্রিনের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ পথচারী ও যানবাহনের যাত্রীদের।
জানা গেছে, নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে যেসব বাস গুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় সেই সকল বাসগুলো ঢাকা থেকে নারায়ণগঞ্জে প্রবেশের সময় চাষাঢ়া থেকে নবাব সলিমুল্লাহ সড়ক দিয়ে মেট্টো হল হয়ে সিরাজদৌলা সড়ক দিয়ে চারারগোপ থেকে বামে মোড় নিয়ে রেলওয়ের সড়ক দিয়ে ৫নং ঘাট দিয়ে সেন্ট্রাল বাস টার্মিনালে চলে যায়।
সরেজমিনে দেখা গেছে, নবাব সিরাজদৌলা সড়ক দিয়ে চারারগোপ আসার পর যাত্রীবাসী বাস গুলো রেলওয়ের সড়কে মোড় নিতে বেশ বেগ পেতে হচ্ছে। ঠিক মোড়ের মুখে এই স্ক্রিনটি লাগানোর কারণে সব সময় যানজট লেগে থাকা এই সড়কে বাস গুলো মোড় নিতে বেশ সময় লাগছে। ফলে যানজট যেন আরো দীর্ঘ হয়ে দুর্ভোগ বাড়িয়ে দিচ্ছে কয়েক গুন। এমনিতেই এই সড়কে সামান্য দূরত্বে নারায়ণগঞ্জ হাইস্কুল এবং নারায়ণগঞ্জ কলেজ এর মত দুটি বড় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন হাজারো শিক্ষার্থীরা ক্লাস শুরু এবং শেষ হওয়ার পর যাতায়াতের কারণে এমনিতেই যানজটের সৃষ্টি হয়। যানবাহনের তুলনায় সড়কটি খুবই অপ্রতুল। পাশাপাশি এখানে সিরাজদৌলা সড়ক ও শায়েস্তা খান সড়কের সংযোগ স্থল, এর সাথেই সিরাজদৌলা ও রেলওয়ে সড়কের সংযোগ স্থল। পাশাপাশি তিনটি সড়কের সংযোগ স্থলের মাঝেই অবস্থিত একটি মাজার এখানে চাররাস্তার মাথায় যানজটের তীব্রতা বাড়াচ্ছে। এর মধ্যে মাসুদুজ্জামান মাসুদের বসানো ডিজিটাল স্ক্রিন যেন দুর্ভোগ আরো বাড়িয়ে দিচ্ছে। একদিকে যেমন যাত্রী বাহী বাস গুলো মোড় নিতে সমস্যা হচ্ছে। অন্যদিকে রিকশা চালকেরা এই স্ক্রিনের দিকে তাকাতে গিয়ে রিকশা স্লো করে দিচ্ছে, ফলে যত দ্রুত এখানে যানবাহনের চাপ এড়িয়ে যাওয়ার কথা তার থেকে দ্বিগুন সময় ধরে চাপ রয়ে যাচ্ছে।
অন্যদিকে সমালোচনার মুখে চাষাঢ়ার বিজয়স্তম্ভ থেকে ডিজিটাল স্ক্রিন সরিয়ে নেওয়া হয়েছে।
এছাড়াও বন্দর সেন্ট্রাল খেয়াঘাটে শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়া, নবীগঞ্জ খেয়াঘাটেও এমন ডিজিটাল স্ক্রিন দেখতে পাওয়া গেছে।








































আপনার মতামত লিখুন :