ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের উদ্যোগে নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়।
রবিবার ২৩ নভেম্বর সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সভাকক্ষে সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলাম'র সভাপতিত্ব সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচীব মো. নুর কুতুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা আবুল ফজল মুহম্মদ মশিউর রহমান।
সভায় বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জহিরুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে ফারহানা, প্রোজেক্ট ম্যানেজার ড. আস-সাবা হোসাইন ব্র্যাক জেলা সমন্বয়ক সুমন চৌধুরী
জেলা ব্যাবস্থাপক মো. শামীম আল মামুন খান।
সদর ব্র্যাক অফিসার মাহমুদুল হাসান'র সঞ্চালনায় সভায় সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার ও স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
দেশে জলবায়ু পরিবর্তনের কারণে ডেঙ্গু, ম্যালেরিয়া, পানিবাহিত রোগ ও শ্বাসতন্ত্রের সমস্যাসহ জনস্বাস্থ্য ঝুঁকি ক্রমশ বেড়ে যাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, বন্যা ও ঘূর্ণিঝড়ের কারনে বিশেষ করে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।










































আপনার মতামত লিখুন :