গত ৭ দিনের ব্যবধানে নারায়ণগঞ্জে বেড়েছে লাশ উদ্ধারের সংখ্যা। গত ১৫ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত এই ১ সপ্তাহে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে ৩টি লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশসূত্রে এসব তথ্য জানা যায়। বিভিন্ন তথ্য উপাত্ত পর্যালোচনা করে দেখা যায়, ৩টি লাশ উদ্ধারের মধ্যে ২জনের অপমৃত্যু এবং একজন সড়ক দুর্ঘটনায় শিকার হোন।
জানা যায়, গত ২০ নভেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লার আল আমিন বাগ এলাকায় নিজ বাড়ির ছাদে বিদ্যুৎস্পৃষ্টে আবু হানিফ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। নিহত আবু হানিফ একই এলাকার মৃত. লতিফ বেপারীর ছেলে।
গত ২১ নভেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেওয়াল ধসে চাপা পড়ে এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ফাতেমা গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের মেয়ে।
একইদিন নারায়ণগঞ্জের আড়াইহাজারের নোয়াপাড়া চৌরাস্তা এলাকায় কার্ভাডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুহেল (১৮) নামের এক যুবক নিহত হোন। নিহত রুহেল উপজেলার ছোট ফাউসা দেওয়ানপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ হানিফার ছেলে।








































আপনার মতামত লিখুন :