সোনারগাঁ উপজেলা যুবদল থেকে সদ্য বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম আশরাফ প্রধানকে ঘিরে বিএনপির রাজনীতিতে চরম সমালোচনা ও ক্ষোভ দানা বেধেছে। তৃণমূল নেতাকর্মীরা তাকে অযোগ্য, অবান্তর ও দলবিরোধী কর্মকাণ্ডের মূল নায়ক হিসেবে চিহ্নিত করে অবিলম্বে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
দলীয় সূত্র ও স্থানীয়দের অভিযোগ, আশরাফ প্রধান দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগের বিভিন্ন নেতার ছায়ায় থেকে এলাকায় দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। যুবদলের দায়িত্বে থাকলেও তার আপন ভাই আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন প্রধান—বৈষম্য বিরোধী ছাত্রজনতা আন্দোলনের হত্যা মামলার আসামি এর সাথে মিলেমিশে মেঘনা শিল্পাঞ্চলে প্রভাব বিস্তার ও অপকর্ম পরিচালনা করতেন।
তারেক রহমানের সিদ্ধান্ত অমান্য করে প্রকাশ্যে মনোনীত প্রার্থীর বিরুদ্ধে মশাল মিছিল করার পর যুবদলের কেন্দ্রীয় কমিটি তাকে সব পদ থেকে বহিষ্কার করে। বহিষ্কারের পরও আশরাফ প্রধান দল ও মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অব্যাহতভাবে বিদ্বেষমূলক প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন তৃণমূল বিএনপি নেতারা। তাদের মতে, তিনি আওয়ামী লীগের স্বার্থেই বিএনপিকে বিভক্ত ও দুর্বল করতে মাঠে নেমেছেন।
তৃণমূল বিএনপি নেতারা বলেন, আশরাফ প্রধান দলে বিভ্রান্তি তৈরি, মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার, অরাজকতা সৃষ্টি এবং আওয়ামী লীগের স্বার্থে কাজ করার কারণে সম্পূর্ণ অবান্তর ও অযোগ্য ব্যক্তি হিসেবে প্রমাণিত হয়েছেন।
তারা দাবি করেন, সংগঠনকে রক্ষা করতে হলে আশরাফ প্রধানের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে।








































আপনার মতামত লিখুন :