জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারে আসা কলের সূত্র ধরে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র ও গাঁজা উদ্ধার করেছে ফতুল্লা থানা পুলিশ। ৬ ডিসেম্বর বিকেলে ফতুল্লা থানাধীন পূর্ব ইসদাইর রেল লাইন সংলগ্ন ফরিদা ক্লিনিক এর পিছনে জনৈক নাসির এর বাড়ির (৫২ ঘর নামে পরিচিত) হরমুজ মুন্সি ভাড়াকৃত ঘরের ভিতর থেকে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি ম্যাগজিন ভর্তি একটি পিস্তল, একটি খেলনা পিস্তল, ৩টি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি, ১টি সুইচ গিয়ার, ৪টি ছোরা, ১টি দা, ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ 'ক' সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (অপারেশনস) মো. আনোয়ার হোসেনসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রাজ্জাক(৪৫), এর দখলে থাকা ঘর তল্লাশি করে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করে।
এ ঘটনায় রাজ্জাক এর নামে একটি অস্ত্র মামলা ও রাজ্জাক এর ছেলে ওয়াসিম (২২) এর নামে ১টি মাদক মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও রাজ্জাক(৪৫) এর নামে হত্যা ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ৫ ডিসেম্বর অনুমানিক ১১টায় স্থানীয় ইসদাইর এলাকার রাজ্জাক গ্রুপের অনুসারী মাহফুজুর রহমান শুভ (১৯) সহ অজ্ঞাতনামা ১০/১২ জন ব্যক্তি হরমুজ মুন্সির ঘরে প্রবেশ করে তার নাতি হানিফ (২২) একটি মোবাইল এনেছে এই অজুহাতে হরমুজ মুন্সির ঘরে থাকা আসবাবপত্র এলোমেলো করে এবং মোবাইল ফোন না পেয়ে ঘরে থাকা ব্যক্তিদের মারধর করে বের করে দিয়ে দরজা আটকিয়ে চলে যায়।
এ ঘটনায় ফতুল্লা থানায় ৯৯৯ নাম্বার থেকে কল দিয়ে সহায়তা চাইলে উক্ত অভিযানটি পরিচালিত করা হয়।








































আপনার মতামত লিখুন :