News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০১ জানুয়ারি, ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

পিস্তলসহ গ্রেপ্তার টিটুকে রিমান্ড শেষে আদালতে প্রেরণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০৮:১৮ পিএম পিস্তলসহ গ্রেপ্তার টিটুকে রিমান্ড শেষে আদালতে প্রেরণ

বন্দরে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার হওয়া অস্ত্রধারী সন্ত্রাসী টিটুকে (৪০) দুই দিনের রিমান্ড শেষে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

বৃহস্পতিবার ১ জানুয়ারি দুপুরে রিমান্ড শেষে জিজ্ঞাসাবাদ সম্পন্ন করে তাকে পুনরায় আদালতে পাঠানো হয়।

এর আগে গত মঙ্গলবার ৩০ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নেন।

রিমান্ডপ্রাপ্ত অস্ত্রধারী সন্ত্রাসী টিটু বন্দর থানার মদনগঞ্জ শান্তিনগর এলাকার তাওলাদ হোসেন মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ২৩ ডিসেম্বর দিবাগত রাত সোয়া ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার ১৯ নম্বর ওয়ার্ডের মদনগঞ্জ শান্তিনগর এলাকার বালুর মাঠে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী লিজান (২০) ও টিটুকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

পরদিন বুধবার ২৪ ডিসেম্বর দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফারুক গ্রেপ্তারকৃতদের সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করলে আদালত টিটুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পরবর্তীতে মঙ্গলবার আদালত থেকে টিটুকে দুই দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ড শেষে বৃহস্পতিবার দুপুরে তাকে পুনরায় আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, অস্ত্র উদ্ধারের সূত্র ও ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group