দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় সোনারগাঁও প্রেসক্লাব কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। সোনারগাঁও প্রেস ক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে।
সোনারগাঁও প্রেস ক্লাবের সহ-সভাপতি মোক্তার হোসেন মোল্লার সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান, সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সোহেল, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাবেক সভাপতি অসিত কুমার দাস, সাবেক সাধারণ সম্পাদক আল আমিন তুষার, সাংবাদিক আক্তার হাবীব, মনির হোসেন, কাজী সেলিম রেজা, রবিউল হুসাইন, মিজানুর রহমান মামুন, মোকাররম মামুন, মশিউর রহমান, খায়রুল আলম খোকন, কামরুল ইসলাম পাপ্পু ও সুমন আল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
পরে সোনারগাঁ উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মিজানুর রহমান বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন।







































আপনার মতামত লিখুন :