News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

রক্তের দায় অস্বীকার করলে শাস্তি ভোগ করতে হবে :  সুলতান মাহমুদ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ০৮:০৮ পিএম রক্তের দায় অস্বীকার করলে শাস্তি ভোগ করতে হবে  :  সুলতান মাহমুদ

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ বলেছেন, শহীদের রক্তের দায় কোন অবস্থাতেই ক্ষমা করা যায় না। রক্তের মূল্য বৃথা যায় না। কোন রাজনীতি, কোন অজুহাত বা কোন কূটকৌশলে মানুষের রক্ত-জীবনকে বিক্রি করে দিলে ইতিহাস তাদের ক্ষমা করে না। রক্তের দায় যারা অস্বীকার করে তাদের শাস্তি ভোগ করতেই হয়। তাই ২৪ এর গণআন্দোলনসহ বিগত বছরগুলোতে যারা হত্যা,গুম, জুলুম ও নিপিড়নের সাথে সম্পৃক্ত ছিলো তাদের বিচার করতেই হবে। এবং আগামীতে যেনো কোন স্বৈরাচার জন্ম নিতে না পারে সেজন্য রাষ্ট্র সংস্কার করে সংখ্যানুপাতিক পদ্ধতিতে দ্রুত নির্বাচন দিতে হবে।

রোববার ২৩ মার্চ ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখা দক্ষিণের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শহর দক্ষিণ শাখার সভাপতি মুহা. শফিকুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান বক্তা ছিলেন নগর সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম। দ্বীনি সংগঠন সদর থানার ছদর শেখ হাবিবুল্লাহ, আ. সোবহান তালুকদার, আমিন দেওয়ান, তারেক আহমদ, গাজী তারেক হাসান প্রমুখ নেতৃবৃন্দ।

তিনি আরও বলেন, এই রমজানে ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের উপর যে ইজরায়েলী বর্বর হামলা হচ্ছে তা সত্যিই নিন্দনীয় ও সকল বর্বরতাকে হার মানায়। আমরা জাতিসংঘ ও সকল বিশ্বসংস্থাকে আহবান জানাবো অনতিবিলম্বে এ হত্যাযজ্ঞ বন্ধ করার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন।

Islam's Group