News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সন্ত্রাসী চাঁদাবাজদের জায়গা বিএনপিতে হবে না : গিয়াস


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ১০:৪৬ পিএম সন্ত্রাসী চাঁদাবাজদের জায়গা বিএনপিতে হবে না : গিয়াস

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, সমাজের ভালো মানুষকে বিএনপিতে আনার চেষ্টা করবেন। যারা খারাপ মানুষ আছেন তাদের বিতাড়িত করতে হবে। গত ৫ আগস্টের পর যারা চাঁদাবাজি করেছে, জমি দখল করেছে, নেশার সঙ্গে জড়িত, মাদক ব্যবসার সঙ্গে জড়িত তাদের সবাইকে বয়কট করতে হবে। এদেরকে ঘৃণা করতে হবে। যারা বিপদগামী হয়েছে, যারা অনৈতিক কাজে লিপ্ত হয়েছেন তাদের সঙ্গে আমি চলি না। তাদের আমার কোনো প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন আপনাদের মতোন ভালো মানুষের। আপনারা যদি থাকেন তাহলে আমার আর কিছুর প্রয়োজন নাই। তাহলে তারেক রহমান যখন ভালো মানুষদের নেতৃত্ব দিবেন, উনি যখন চাইবেন বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, একটা রেকর্ড করার জন্য তাহলে সে সফল হবে।

শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় ফতুল্লা কুতুবপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূইয়া, সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে তিনি বলেন, খারাপ মানুষদের দিয়ে তারেক রহমানের কাজ করা সম্ভব হবে না। তাই আমাদের আজ ঐক্যবদ্ধ হতে হবে। সততা নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই দলের হয়ে মানুষের কল্যাণের জন্য কাজ করে যেতে হবে। আমাদের প্রিয় নেতা বর্তমানে দেশের বাহিরে রয়েছেন। তার সুস্বাস্থ্য কামনা করছি। তার নেতৃত্বে জন্য দেশ সামনের দিকে এগিয়ে যায় সেই দোয়া কামনা করি।

Islam's Group