নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে হেভিওয়েট হয়ে উঠেছেন আবু জাফর আহম্মেদ বাবুল। তার গণসংযোগ ও উঠান বৈঠকে হাজারো বিএনপি নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের ঢল নেমে পড়ছে। যেখানে অন্যান্য প্রার্থীরা দলকে বিভাজন সৃষ্টি করে নিজে বলয় পোক্ত করতে মরিয়া উঠে উঠেছে।
অন্যদিকে জনগনের রায় নিয়ে বিএনপি মনোনয়ন পেয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছেন আবু জাফর আহম্দে বাবুল।
তিনি আরও বলেছেন, মানুষের কাছে আমার চাওয়ার কিছু নেই, আমি নির্বাচনে এসেছি মানুষের সেবা করার জন্য। আমৃত্যু আমি মানুষের সেবা করতে চাই।
প্রায় এক মাসের বেশি সময় ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা’ সাধারণ জনগণের মাঝে পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আবু জাফর আহমেদ বাবুল।
শুক্রবার বন্দর উপজেলা কলাগাছিয়া ইউনিয়নের লিফলেট বিতরণ করে সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে ধানের শীষের ভোট চেয়েছেন তিনি।
গত ২৩ অক্টোবর নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও ভিক্টোরিয়া হাসপাতালে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রাইম গ্রুপর চেয়ারম্যান শিল্পপতি আবু জাফর আহাম্মেদ বাবুলের উদ্যোগে ডেঙ্গু পরীক্ষার কীট, ডোবা পরিস্কার, মশক ওষুধ ছিটানো পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচী পালিত হয়েছে। হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবু বাশারের হাতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া শনাক্তের জন্য ১২০০ পিছ কিট তুলে দেন বিএনপি মনোনয়ন প্রত্যাশি বাবুল। এ ছাড়া শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালেও ডেঙ্গু টেস্ট কিট প্রদান করেন। এ সময় বলেন, আল্লাহর ইচ্ছায় ভোটারদের ভোটে আগামী দিনে যদি বিএনপি সরকার গঠন করে তাহলে আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে নারায়ণগঞ্জে একটি মেডিকেল কলেজ করা এবং হৃদরোগ ইনস্টিটিউট করা।
একই সাথে নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালকে সবুজ শ্যামলের সৌন্দর্যে ঘিরে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুলের নির্দেশে কাজ করে যাচ্ছেন তারই ছোট ভাই জহির আহমেদ সোহেল। ৩০ অক্টোবর সকালে খানপুর ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতালে বৃক্ষ রোপন করা হয়। বৃক্ষ রোপন যুক্ত ছিল ঔষধি, ফলজ ও বনজ জাতীয় গাছ। যা বড় হলে হাসপাতালে চারিপাশ সবুজে ভরে উঠবে।
বন্দর উপজেলা কলাগাছিয়ার চূনাভুড়ার আমজাদ হোসেন রুবেল বলেছেন, বিগত সময়েও বাবুলের প্রাইম গ্রুপ থেকে কলাগাছিয়া বিভিন্ন কর্মসূচী পালন করে ছিলেন। করোনা সময়ে অসুস্থ রোগীদের ঘরে ঘরে দিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। তিনি এবার বিএনপি থেকে মনোনয়ন চেয়েছেন, দল যদি তাকে দেয় বিপুল ভোটে জয়ী হবেন জনগণের রায়ে।








































আপনার মতামত লিখুন :