নারায়ণগঞ্জে কাসেমী পরিষদ তথা জমিয়তে উলামায়ে নেতাদের উদ্যোগে আয়োজিত ‘আজমতে সাহাবা’ মহা সম্মেলনকে ঘিরে চোখ ছিলো সকলের। অনেকের ধারণা ছিল জমিয়তের নেতাকর্মী দিয়েই ভরে যাবে সমাবেশস্থল। কিন্তু সেটা যে হবে সে আশঙ্কাতে অতিথির তালিকা না থাকার পরেও বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী ও নেতাদের সঙ্গে যোগাযোগ করা হয়। তাদেরকে বিশেষ অনুরোধ করা হয় যেন লোকজন নিয়ে সমাবেশস্থলে আসে।
১ নভেম্বর শনিবার বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ওই সমাবেশটি হয়। সেখানে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুল, মাসুদুজ্জামান নেতাকর্মী নিয়ে প্রবেশ করেন।
বড় একটি মিছিল নিয়ে যান জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান। এছাড়াও বিএনপির ফতুল্লা থানা কমিটির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক বারী ভূইয়া সহ অনেকেই লোকজন নিয়ে অনুষ্ঠানে যান।
অনুষ্ঠানে বাংলাদেশ হেফাজতে ইসলামের নায়েবে আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেনি। এছাড়াও যে বড় তালিকা ছিল ইসলামী নেতাদের তাদের একটি বড় অংশ অনুপস্থিত ছিলেন।
মূলত বিএনপি নেতাকর্মীদের উপর ভর করেই নিজেদের জাহির করেছেন হেফাজত ও জমিয়তের নেতা মনোনয়ন প্রত্যাশী মনির হোসাইন কাসেমী।








































আপনার মতামত লিখুন :