News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনে ১১২ টাকায় চাকরি পেলেন ১৪ জন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ০৪:৩৫ পিএম নারায়ণগঞ্জ জেলা প্রশাসনে ১১২ টাকায় চাকরি পেলেন ১৪ জন

মাত্র ১১২ টাকায় আবেদন ফি দিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের রাজস্ব বিভাগের ৭ ক্যাটাগরির ১৪টি পদে নিয়োগ পেয়েছেন প্রার্থীরা।

সোমবার (৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নির্বাচিত প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেন।

এই ১৪টি পদে মোট ১ হাজার ২৩৩ জন আবেদন করেছিলেন। গত ২৪ অক্টোবর অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা এবং একই দিন ফলাফল প্রকাশ করা হয়। এরপর ২৮ অক্টোবর মৌখিক পরীক্ষা শেষে ২ নভেম্বর গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পর সোমবার নিয়োগপত্র প্রদান করা হয়।

নিয়োগপ্রাপ্ত আড়াইহাজারের দয়াকান্দা এলাকার হাবিব উল্লাহ বলেন, ‘পুরো নিয়োগপ্রক্রিয়া অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের জটিলতা বা অনিয়মের মুখোমুখি হতে হয়নি। যদি এ ধারা অব্যাহত থাকে, তবে জনগণের মধ্যে সরকারি চাকরি নিয়ে নতুন করে আস্থা জন্মাবে।’

আরেক নিয়োগপ্রাপ্ত জুবাইদা মারুফা বলেন, ‘নিয়োগ প্রক্রিয়াটি ছিল সম্পূর্ণ স্বচ্ছ ও সময়সাশ্রয়ী। এত দ্রুত ও নিরপেক্ষভাবে নিয়োগ আগে কখনও দেখিনি। এই ধারা বজায় থাকলে যোগ্যরাই এগিয়ে যাবে।’

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘সরকারি চাকরিতে নিয়োগ মানেই ‘যদি কিন্তু’ এই ধারণা সমাজে প্রচলিত হয়ে গেছে। আমরা সেই ধারণা ভাঙতে চেয়েছি। শুরু থেকেই প্রতিজ্ঞা করেছিলাম, এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে এবং মাত্র ১১২ টাকায় সম্পন্ন করব, সেটিই করেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, মুক্তিযুদ্ধের চেতনা ছিল মেধা ও যোগ্যতার ভিত্তিতে অগ্রগতি নিশ্চিত করা। আমাদের নৈতিক দায়িত্ব ছিল শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে নিয়োগ সম্পন্ন করা। আশা করি, নিয়োগপ্রাপ্তরা কর্মক্ষেত্রে নিষ্ঠা ও সেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালন করবেন।’

Islam's Group