স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুরে ডাকা সমাবেশস্থল পরিবর্তন করে পিরোজপুরে আয়োজন করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
শনিবার ২২ বিকেলে উপজেলার কাঁচপুর বালুর মাঠে মান্নান ও মনোনয়ন বঞ্চিতদের পৃথক কর্মসূচি আয়োজন ছিল।
এ ব্যাপারে আজহারুল ইসলাম মান্নান জানান, আমাদের কাঁচপুরে সমাবেশ ছিল। পরে শুনলাম একই স্থানে আরেক গ্রুপ সমাবেশ ডেকেছে। আমি ও আমরা উপজেলা বিএনপি কোন ধরনের সংঘাত চাই না। কোন ষড়যন্ত্রে পা দিতে চাই না। সে কারণেই শান্তি শৃঙ্খলার স্বার্থে আমরা পিরোজপুরে সমাবেশ করবো।
জানা গেছে, শনিবার দুপুর ২টায় কাঁচপুর বালুর মাঠে মনোনয়নবঞ্চিতদের জনসভা অনুষ্ঠিত হবে বলে ২০ নভেম্বর প্রশাসন বরাবর চিঠি দেন সোনারগাঁ পৌর বিএনপির সহ-সভাপতি মো. পনির হোসেন।এই নেতা সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর পাঠানো চিঠিতে কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের সহযোগিতা চান।
মনোনয়ন বঞ্চিতদের মধ্যে রয়েছেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম, সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহা পরিচালক বিএনপি নেতা ওয়ালিউর রহমান আপেল, সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল ও সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক।
বিএনপির একাংশ বলছে,দলীয় মনোনয়ন ঘোষণার পর নারায়ণগঞ্জ-৩ আসনে যে অভ্যন্তরীণ কোন্দল দেখা দিয়েছে এই পরিস্থিতি তারই বহিঃপ্রকাশ।
তাদের মতে, সোনারগাঁ উপজেলা বিএনপিতে নেতৃত্বসংক্রান্ত টানাপোড়েন এবং সমন্বয়হীনতা আরও স্পষ্ট হয়ে উঠেছে।








































আপনার মতামত লিখুন :