News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

মাসুদুজ্জামানের পক্ষে  মহানগর ছাত্রদলের একাংশের প্রচারণা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০৭:৩২ পিএম মাসুদুজ্জামানের পক্ষে  মহানগর ছাত্রদলের একাংশের প্রচারণা

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রাহিদ ইসতিয়াক সিকদারের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামানের পক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও প্রচারণা কার্যক্রম সম্পন্ন হয়।

শনিবার ২২ নভেম্বর আয়োজনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের সভাপতি আমিনুল ইসলাম সিফাত, তোলারাম কলেজের সেক্রেটারি সুজন দপ্তর, দপ্তর সম্পাদক রহিত, নারায়ণগঞ্জ মহানগরের যুগ্ম সম্পাদক আলতাফ হৃদয়, সদর থানা ছাত্রদলের সাগর এবং বিভিন্ন ওয়ার্ডের শীর্ষস্থানীয় ছাত্রনেতৃবৃন্দ। সদস্যরা সক্রিয়ভাবে এলাকার মানুষদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন, প্রচারণাপত্র বিতরণ করেন এবং মাসুদুজ্জামানের পক্ষে সমর্থন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

কর্মসূচিতে শিক্ষার্থী, যুবক, নারী ও প্রবীণরা দলে দলে অংশ নেন, এবং দেখা যায় যে জনমত গঠনের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি হয় এবং রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে সক্রিয় আলোচনা সম্পন্ন হয়।

গণসংযোগে অংশ নেয়া নেতৃবৃন্দরা বলেন, "আজকের কার্যক্রমের মূল লক্ষ্য জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং তাদের সচেতন করা। ৩১ দফা কর্মসূচি সম্পর্কে জনসাধারণের ধারণা তৈরি করা এবং তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এই প্রচেষ্টার মূল বিষয়। এবং কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয়রা জানান, এই ধরনের সরাসরি সংযোগ এবং সচেতনতা বৃদ্ধি কার্যক্রম তাদের জন্য নতুন উদ্দীপনা যোগ করেছে। বিশেষ করে, যুব সমাজের মধ্যে এ ধরনের প্রচারণা তাদের রাজনৈতিক সচেতনতা ও দায়িত্ববোধ বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।"

এ ধরনের কর্মসূচি প্রমাণ করে যে, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল এবং তার নেতৃবৃন্দ শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি পালনেই সীমাবদ্ধ নয়, বরং জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন ও সেবাুমনোভাব প্রসারের মধ্য দিয়ে সমাজকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।

Islam's Group