News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

খালেদা জিয়ার জন্য দোয়াতে কালাম ও বাবুল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ০৭:৪৯ পিএম খালেদা জিয়ার জন্য দোয়াতে কালাম ও বাবুল

বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দল, বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় ১২ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪ টায় বন্দর মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।

মাহফিলে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও মহানগর বিএনপি নেতা প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ আবুল কালাম।

এসময় খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে জনসাধারণের মাঝে ফিরে এসে দেশ গঠনে ভূমিকা রাখতে পারে তার জন্য দোয়া করা হয়।

স্থানীয় শত শত সাধারণ জনগণের সাথে আরো উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মহানগর বিএনপি'র সাবেক দপ্তর সম্পাদক আক্তার হোসেন খোকন শাহ্, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বরকতুল্লাহ, ধামঘড় ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো. মহসিন, সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ সভাপতি এম এ মহসিন প্রধান, ২৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো. শফিউদ্দিন সোহেল প্রধান, সিনিয়র সহ-সভাপতি মো. সেলিম, সাধারণ সম্পাদক মো. ফারুক প্রধান, সাংগঠনিক সম্পাদক ইসলাম নাড়ু, সহ সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক, ক্রীড়া সম্পাদক আব্দুর রহমান স্বপন, জিয়া মঞ্চ নেতা বাবুল মোল্লা প্রমুখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মালিবাগ বাইতুল নাজাত জামে মসজিদের ইমাম সাইফুল ইসলাম।

Islam's Group