News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

ছাত্র ফেডারেশনের মশাল মিছিল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ১০:১৭ পিএম ছাত্র ফেডারেশনের মশাল মিছিল

১২ ডিসেম্বর শুক্রবার, সন্ধ্যা ৭টায়, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে ইনকিলাব মঞ্চের ওসমান হাদীর উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ছাত্র ফেডারেশনের মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ডের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক ফারহানা মুনার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ফাতেমা রহমান বিথীসহ নেতৃবৃন্দ। 

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, জুলাই অভ্যুত্থানের পর থেকে বিভিন্ন সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবণতি নিয়ে দেশের মানুষ কথা বলেছে কিন্তু অন্তবর্তীকালীন সরকার তা আমলে না নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ধারাবাহিকতা রক্ষা করে গিয়েছেন। তারই ধারাবাহিকতায় আজকের এই ঘটনা ঘটলো, একজন সংসদ সদস্য পদপ্রার্থীকে ঢাকায় প্রকাশ্য গুলি করা হলো। অন্তবর্তীকালীন সরকার কোনভাবেই এর দায় থেকে মুক্ত হতে পারে না। আমরা অবিলম্বে ওসমান হাদীর উপর হামলাকারীদের চিহ্নত করে গ্রেফতার করার দাবি জানাই এবং নির্বাচনকালীন সময়ে এধরণের সহিংসতা রোধে যথাযথ প্রস্তুতি নেবার আহ্বান জানাই। প্রয়োজনে নির্বাচনকালীন সময়ে সকল দলকে সাথে নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ কমিটি গঠনের আহ্বান জানাই।

সভাপতির বক্তব্যে মশিউর রহমান খান রিচার্ড বলেন, তফশীল ঘোষণার পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবণতি হতে পারে এ আশঙ্কা মানুষ নানাভাবে প্রকাশ করেছে তারপরেও সরকার ছিলো উদাসীন। আমরা সরকারের এই আচরণের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানাই। একইসাথে সুষ্ঠু বিচারের স্বার্থে যাতে কোন পক্ষ এই ঘটনাকে নিজেদের পক্ষের ন্যারেটিভ নির্মাণে ব্যবহার না করেন সেই আহ্বানও জানাই আমরা।

মশাল মিছিলে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ, সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস জামানসহ নেতৃবৃন্দ। 

Islam's Group