News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

কামাল ভাইয়ের নেতৃত্ব মেনে কাজ করবো : মাসুদুজ্জামান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ০৯:৩২ পিএম কামাল ভাইয়ের নেতৃত্ব মেনে কাজ করবো : মাসুদুজ্জামান

নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, এটিএম কামাল দীর্ঘদিনের রাজপথের নেতা। উনি দেশে ফিরে এসেছেন, আমরা আশা করব উনি আগে বিগত দিনে যেভাবে রাজপথে কাজ করেছিলেন সামনে আরো সেভাবে কাজ করবেন। উনি দক্ষ রাজনীতিবিদ, এই কাজটা আমার মাধ্যমে হয়েছে তাই আমি খুশি। যেদিন উনি বহিষ্কার হয়েছিলেন সেদিন থেকেই আমি চাইতাম এটা আমার মাধ্যমে হোক। আমরা আগামীতে কামাল ভাইয়ের নেতৃত্ব মেনে কাজ করবো।

শুক্রবার ১২ ডিসেম্বর মিশনপাড়া সোনারগাঁ ভবনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদে তিনি একথা বলেন।

শুক্রবার দিনব্যাপী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গভীর ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুগ্ম-আহ্বায়ক নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আব্দুস সবুর খান সেন্টু, আনোয়ার হোসেন আনু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য মনোয়ার হোসেন শোখন, সাবেক চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আতাউর রহমান মুকুলসহ মহানগরের অন্যন্য বিশিষ্ট নেতৃবৃন্দরা। এছাড়াও দোয়ার আয়োজনে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ।

Islam's Group