News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

জমজমাট এটিএম কামালের বাসভবন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ০৭:৫৬ পিএম জমজমাট এটিএম কামালের বাসভবন

বিগত আওয়ামীলীগ সরকার পতনের পর মিশনপাড়াস্থ হোসিয়ারি সমিতির কমিউনিটি সেন্টারে ছিলো বিএনপি নেতাকর্মীদের সরবতা। ওই সময়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয় হিসেবে পরিচিতি লাভ করেছিলো তৃনমূলে। গত ২৬ নভেম্বর থেকে হোসিয়ারি সমিতির কমিউনিটি সেন্টারে বিএনপি নেতাকর্মীদের জমজমাট থমকে যায়। মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে বেশিভাগ মহানগর সদর থানা, বন্দর থানা, বন্দর উপজেলা সহ ইউনিয়ন তৃনমূল ইতোমধ্যে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে মাঠে নেমেছেন। যার ফলে প্রার্থীর প্রতিষ্ঠান মডেল গ্রুপ ও বরফকল মাঠস্থ নির্বাচনী কার্যালয়ে নেতাকর্মীদের জমজমাট রূপ নেয়।

এদিকে ১০ ডিসেম্বর রাতে মিশনপাড়া রামকৃঞ্চ মিশনস্থ সোনারগাঁ ভবনে এবার মহানগর বিএনপি নেতাদের জমজমাট হয়ে উঠেছে। মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল বুধবার রাতে তার বাড়ি সোনারগাঁও ভবনে ফিরে আসলে নেতাকর্মীদের ঢল নামে। রাত সাড়ে ৩টা পর্যন্ত মহানগর বিএনপি সাবেক বর্তমান নেতারা এটিএম কামালের সাথে সাক্ষাত ও কুশল বিনিময়ে ঘুমহীন ছিলেন এমন জানিয়েছেন তার ছেলে সোহান।

তিনি জানান, গত ২৬ নভেম্বর কেন্দ্রীয় হাইকমান্ড এটিএম কামালের বহিস্কারাদেশ প্রত্যাহার করে নেয়। এমন সংবাদে ১০ ডিসেম্বর বাংলাদেশে ফিরে এসেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে। ইতোমধ্যে বিএনপির প্রার্থী ও মহানগর বিএনপি সাবেক-বর্তমান নেতাদের অনুরোধ আমেরিকা দেশে ফিরেছেন। বহিস্কারাদেশ ফিরত দেয়ায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে শুকরিয়া আদায় করেছেন। একই সাথে দেশে ফিরেই উপস্থিত নেতা-কর্মীদের নিয়েই বিমানবন্দরে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া করেন এটিএম কামাল।

সোহান আরও জানান, বৃহস্পতিবার দিনরাত ব্যাপী বিএনপি তৃনমূল নেতাকর্মীদের আনাগোনা ব্যস্ত সময় কাটিয়েছেন এটিএম কামাল। এ সময় তিনি বলেছেন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের জয়ের সকল চেষ্টা করা হবে। জনগণের কাছে ধানের শীষে ভোট চেয়ে প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করা হবে আমাদের প্রধান লক্ষ্যে। নির্বাচনে বলয় নয়, মানুষের কাছে বিএনপির উন্নয়নের বার্তা দিতে হবে।

জানা গেছে, সোনারগাঁ ভবনের নিচ তলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় নেতাদের অস্থায়ী কার্যালয় গড়ে তোলা হবে। এখানে এটিএম কামালের সাথে সক্রিয় রাজনীতিতে সাবেক বর্তমান নেতা উপস্থিতি বেড়েছে। বিএনপিতে বিরোধ নেই ঐক্যবদ্ধ হয়ে ঘোষিত প্রার্থীদের জয়ে থাকবে সকলের প্রচেষ্টা এমন বার্তা দিয়েছেন এটিএম কামাল।

Islam's Group