News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

হাদী’র উপর হামলায় শহরে বিক্ষোভ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ১০:১৪ পিএম হাদী’র উপর হামলায় শহরে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের আহবায়ক শরীফ ওসমান বিন হাদীর উপর হামলার ঘটনায় নারায়ণগঞ্জে বিক্ষোভ ও মশাল মিছিল পালিত হয়েছে। শুক্রবার রাতে নারায়ণগঞ্জ শহরের নবাব সলিমুল্লাহ রোড ও বিবি রোডে পৃথক তিনটি কর্মসূচী পালিত হয়।

সন্ধ্যা সাড়ে ৭ টায় শহরের বিবি রোডে প্রেসক্লাবের সামনে থেকে মশাল মিছিল বের করে ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা। মিছিলটি শহরের দুই নম্বর রেলগেইটে গিয়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড।

একই সময়ে ছাত্র জনতার ব্যানারে চাষাঢ়া শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করে এনসিপির নেতাকর্মীরা। মিছিলটি শহরের নবাব সলিমুল্লাহ সড়ক ধরে মেট্রোহল ঘুরে ফের চাষাঢ়া এসে শেষ হয়।

রাত ৮ টায় শহরের মিশনপাড়া থেকে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী ছাত্র শিবির। মিছিলটি মিশনপাড়া থেকে চাষাঢ়া মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিল করেছে খেলাফত মজলিস।

Islam's Group