জামায়াতের ইসলামীর মনোনীত নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মাইনুদ্দিন আহমেদ বলেন, এখনও নির্বাচনের যে পরিবেশ থাকার দরকার ছিলো সেটা বিঘ্নিত হয়েছে। ঢাকাতে যে ঘটনা ঘটেছে এটা নির্বাচনের পরিবেশের বার্তা বহন করে না। আশা করি সামনের দিকে সরকার নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রক্ষার জন্য সচেষ্ট হবে। সরকার আরও কঠোর হবেন প্রত্যাশা করি। আশা করি বাংলাদেশের মানুষ তাদের পছন্দের মার্কাকে ভোট দিতে পারবে। দিনের ভোট দিনেই হবে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে নিজের নির্বাচনী প্রচার-প্রচারণামূলক ব্যনার ফেস্টুন সরানোর সময়ে তিনি এসব কথা বলেন। এদিন নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকা থেকে মাওলানা মাইনুদ্দিন আহমেদের সকল ব্যানার ফেস্টুন সরানো হয়।
মাওলানা মাইনুদ্দিন আহমেদ বলেন, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। সে তফসিলের নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে নির্বাচনী ব্যানার ফেস্টুন অপসারণ করেছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনের শাসন অনুযায়ী দেশ পরিচালনা হলে দেশের সকল মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে। আইনের শাসন অনুযায়ী দেশ পরিচালনা না হওয়ায় দেশে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, আমরা আইনের শাসন অনুযায়ী দেশ পরিচালনা করতে চাই। জামায়াতে ইসলামীর সকল ব্যানার ফেস্টুন নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অপসারণ করে ফেলেছি। আমরা পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ দেখতে চাই। আশা করি অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলবেন। তারা সরকারের সিদ্ধান্তকে সম্মান জানাবে প্রত্যাশা করছি। সেই সাথে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ হবে প্রত্যাশা করি। একটা সুন্দর পরিবেশ দরকার।








































আপনার মতামত লিখুন :