নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর একটি পোস্ট নিয়ে বেশ আলোচনা হচ্ছে।
তিনি লিখেছেন, নারায়ণগঞ্জ- ৪ ও ৫ আসন নিয়ে নির্বাচনে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে, আওয়ামী লীগ ও ফ্যাসিস্টের দালাল ও গডফাদার খুনী শামীম ওসমান, সেলিম ওসমান, আজমেরী ওসমান ও অয়ন ওসমান গংরা। দেশে ও নারায়ণগঞ্জে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি করার জন্য ইস্যু তৈরি করতে নারায়ণগঞ্জ-৪ আসনে গডফাদার ওসমান পরিবারের দালাল বহুরূপী মোহাম্মদ আলী ও নারায়ণগঞ্জ -৫ আসনে গডফাদার ওসমান পরিবারের সরাসরি পৃষ্ঠপোষকতায় বন্দর উপজেলায় ত্রাস সৃষ্টিকারী সন্ত্রাসী মাকসুদকে জাতীয় সংসদ নির্বাচনে পরিকল্পনা করে দাঁড় করে দিয়েছে। এবং নারায়ণগঞ্জের অপশক্তি ও গডফাদার ওসমান পরিবার নারায়ণগঞ্জ-৪ ও নারায়ণগঞ্জ -৫ আসনের এই দুই দালাল ও বহুরূপীকে ব্যবহার করে নারায়ণগঞ্জের গডফাদার ওসমান পরিবার তাদের পূর্বের অবস্থানে সন্ত্রাসী আস্তানা ফিরে পেতে চায় ও নারায়ণগঞ্জকে পুনরায় গডফাদারদের শহরে রূপান্তরিত করতে চায়।
তাই বিশেষ করে নারায়ণগঞ্জ-৪ ও নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নারায়ণগঞ্জের গডফাদার ওসমান পরিবার ও তাদের এই দুই দালাল, বহুরূপী ও মাদকের সম্রাট বহুরুপী মোহাম্মদ আলী এবং মাদক সম্রাট ও সন্ত্রাসী মাকসুদ থেকে দূরত্ব বজায় রাখবেন এবং সচেতন ও দেশপ্রেমিক নাগরিক তাদের থেকে সচেতন ও সাবধানে থাকবেন।
তাদের মিষ্টি কথায় তাদের বিগত ১৬ বছরের ফ্যাসিস্ট ও আওয়ামী লীগের নগ্ন দালালী ও নারায়ণগঞ্জের গডফাদার ওসমান পরিবারের নির্লজ্জ তাঁবেদারী কেউ দয়া করে ভুলে যাবেন না।
বিশেষ করে বহুরূপী মোহাম্মদ আলী ফতুল্লা থানায় এলাকায় বিএনপি পরিচয় দিলে থাকে প্রতিহত করবেন এবং দয়া করে ফ্যাসিস্ট দালাল ও নারায়ণগঞ্জের গডফাদার ওসমান নির্লজ্জ তোষামেদকারী মোহাম্মদ আলী যেন কোন মতেই বিএনপির নাম ব্যবহার না করতে পারে এবং ষ্টার ও ফেষ্টুনে শহীদ জিয়ার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জননেতা তারেক রহমানের ছবি ব্যবহার করতে না পারে।
নির্লজ্জ মোহাম্মদ আলী কয়দিন পূর্বেও ২০২৪ সনে বিগত ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে ফ্যাসিস্ট খুনী হাসিনার ও গডফাদার সেলিম ওসমান ও শামীম ওসমান পক্ষে নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের সমাবেশে নৌকার পক্ষে ভোট চেয়েছে, সে কিভাবে অল্পদিনের ব্যবধানে বিএনপি সাজতে চায় এবং শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জননেতা তারেক রহমানের নাম ও ছবি ব্যবহার করে,তার কি লজ্জা হয় না? সেটা সবাই ভুলে গেলে, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এবং ফতুল্লার বিএনপির নেতাকর্মীরা ও নারায়ণগঞ্জবাসী ও ভুলে যাওয়ার কথা নয়। সাধু সাবধান।

































আপনার মতামত লিখুন :