News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

এটিএম কামালে সরব হচ্ছে বিএনপির ত্যাগীরা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ১০:০২ পিএম এটিএম কামালে সরব হচ্ছে বিএনপির ত্যাগীরা

সদ্য বহিষ্কার আদেশ প্রত্যাহারের পর আমেরিকা থেকে দেশে ফিরেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল। নারায়ণগঞ্জে এসেই তিনি ব্যস্ত সময় পাড় করছেন। বিমান বন্দর থেকে তাকের ফুলে শুভেচ্ছা দিয়ে নারায়ণগঞ্জে নিয়ে আসেন তার অনুসারী ও ভালবাসার মানুষেরা। গত ১০ ডিসেম্বর তিনি দেশে ফিরেছেন। এরপর থেকে এটিএম কামালের সাথে দলীয় নেতাকর্মীরা সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করে চলেছেন। এটিএম কামালের এই আগমনে সরব হতে শুরু করেছেন বিএনপির ত্যাগী ও বঞ্চিত নেতাকর্মীরা। এটিএম কামালের ফিরে আসায় ত্যাগী ও বঞ্চিত নেতাকর্মীরা মূল্যায়ন পাবেন এমন প্রত্যাশা নিয়ে আবারো সক্রিয় হতে শুরু করেছেন তারা।

দলের তৃণমূলের নেতাকর্মীদের পাশাপাশি এটিএম কামালের সাথে গিয়ে সৌজন্য সাক্ষাত করেছেন মহানগর যুবদলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন রানা, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সরকার আলম সহ অনেকে।

অন্যদিকে ১২ ডিসেম্বর শুক্রবার এটিএম কামালের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়ার আয়োজন করা হয়। ওই দোয়া অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ, বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, আনোয়ার হোসেন আনু সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

দেশের ফেরার মাত্র দুইদিনে দলীয় নেতাকর্মীদের মাঝে এমন সাড়া পাওয়ার বিষয়টি বুঝিয়ে দিচ্ছেন এটিএম কামালের গুরুত্ব।

প্রসঙ্গত, এটিএম কামাল গত ১৬ বছরে পর্যায়ক্রমে জেল খেটেছেন প্রায় ৩ বছর। ২০১৮ এর জাতীয় নির্বাচনের সময় বাড়ীতে এসে এটিএম কামালকে না পেয়ে যৌথবাহিনী তার একমাত্র ছেলেকে গ্রেফতার করে নিয়ে যায়। ওয়ান এলেভেন পরবর্তি তৎকালিন সেনা সমর্থিত সরকারের বিরুদ্ধে জীবনের ঝুকি নিয়ে দল ও জিয়া পরিবারের চরম দুঃসময়ে খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান কোকো'কে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর দাবিতে ২০০৮ সালের ২১ আগস্ট শহরের জেলা বিএনপি কার্যালয়ে এটিএম কামাল আমরণ অনশন কর্মসূচি শুরু করেন।

সেই সময় তার এই আমরন অনশন কর্মসূচি চলে টানা ১২ দিন ১ সেপ্টেম্বর পর্যন্ত। তার এই আমরন অনশন বাংলাদেশের ইতিহাসে কালের স্বাক্ষী হয়ে আছে।

এছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর এটিএম কামাল কাফনের কাপড় পরে আন্দোলনে নামেন।

২০১২ সালের ১৭ মে বিএনপির ডাকা হরতালের দিন নগর বিএনপি’র একটি মিছিলে অতর্কিত ভাবে পুলিশের বেধড়ক লাঠিপেটার শিকার হয়েছিলেন এটিএম কামাল।

২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি সকালে শামীম ওসমানের ঘনিষ্টজন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনিসুর রহমান দিপু ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা আদালত চত্বরে এটিএম কামালকে শারিরীক ভাবে লাঞ্চিত করেছিলেন।

থানা থেকে এটিএম কামালকে যেখানে দেখা যাবে সেখানেই তাকে সরাসরি গুলি করার নির্দেশও ছিল সে সময়। ফ্যাসিস্ট আওয়ামী পুলিশের তালিকায় কামাল সবসময় ছিলেন ‘মোষ্ট ওয়ান্টেট’। প্রাচ্যের ড্যান্ডি নারায়ণগঞ্জের মাটি ও মানুষের সুখে-দুঃখে নিজেকে একাকার করে ফেলেছিলেন এটিএম কামাল। নারায়ণগঞ্জে অসংখ্য সফল রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে ব্যাপক আলোচিত হন তিনি।

দীর্ঘ দিন বন্ধ থাকা নারায়ণগঞ্জ পৌরসভার নির্বাচনের দাবিতে সমাজের সর্বস্তরের জনগণকে নিয়ে একটি সফল আন্দোলনের নেতৃত্বও দেন এটিএম কামাল।

১/১১ এ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও মরহুম আরাফাত রহমান কোকো’র মুক্তির দাবিতে টানা ১২দিন অনশন, রাজউকের গ্রাস থেকে নারায়ণগঞ্জ ও ফতুল্লার জমি রক্ষার দাবীতে অনশন, টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে ঢাকার মুক্তাঙ্গন থেকে ১১ দিনে সাড়ে তিনশত কিলোমিটার পায়ে হেঁটে সিলেট জকিগঞ্জের অমলসিদ সুরমা ও কুশিয়ারা নদীর মোহনা ত্রিগঙ্গা পর্যন্ত পদযাত্রা কর্মসূচি, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকান্ডের প্রতিবাদে এবং খুনীদের খুঁজে বের করে শাস্তি দেয়ার দাবিতে ৪৮ ঘণ্টার অনশন, সুন্দরবন বাঁচাও-বাংলাদেশ বাঁচাও ‘‘রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র সুন্দরবন থেকে নিরাপদ দুরত্বে সরিয়ে নাও!’’ এই স্লোগানে রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যূৎ কেন্দ্র স্থাপনের প্রতিবাদে নারায়ণগঞ্জ থেকে ৬ দিনে ২২৫ কিলোটিমার পথ হেঁটে রামপাল ফয়লাহাট পর্যন্ত পদযাত্রা কর্মসূচি উল্লেখযোগ্য। সর্বশেষ ২০২২ সালে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক তৈমূর আলম খন্দকারের প্রধান নির্বাচনী এজেন্টের দায়িত্ব পালন করায় দল থেকে বহিষ্কৃত হন এটিএম কামাল।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরারবর আবেদনও করেছেন এটিএম কামাল। মহানগরীর তৃণমূলের কর্মীদের বিশ্বাস নারায়ণগঞ্জের জনগণ সহ দলীয় কর্মীদের বিশ্বাস বিএনপি’র হাইকমান্ড এই ত্যাগী, সৎ ও কর্মঠ নেতার মূল্যায়ণ করে যোগ্য সম্মানে প্রতিস্থাপন করবেন।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group