News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

এক কাতারে পাশাপাশি কালাম, মুকুল, মাকসুদ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৯:৫৬ পিএম এক কাতারে পাশাপাশি কালাম, মুকুল, মাকসুদ

নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৫ আসন থেকে একমাত্র স্বতন্ত্র প্রার্থী বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেন, ও বন্দর উপজেলার সাবেক দুই বারের চেয়ারম্যান আতাউর রহমান মুকুল। এই তিনজন রাজনৈতিক ব্যক্তির যোগসূত্র বন্দরের হলেও বর্তমান প্রেক্ষাপটে তারা তিনজন তিন মেরুতে অবস্থান করছেন। সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল একই পরিবারের সন্তান, বিএনপির রাজনীতিতেও এক ভাই আরেক ভাইয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলেছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দুই জনের পথ আলাদা, সেই হেমন্ত মুখোপাধ্যায়ের গানের মত ‘ আজ দুজনার দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেঁকে’। একজন সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম মনোনয়ন বঞ্চিত হয়ে নিজ দলের ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে মনোনয়ন পুনর্বিবেচনার আন্দোলন করছেন। অপরজন আতাউর রহমান মুকুল দলীয় প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে মাঠে নেমেছেন। গুঞ্জন রয়েছে দীর্ঘ সময় দল থেকে বহিষ্কৃত থাকা আতাউর রহমান মুকুলের বহিষ্কারাদেশ তুলে নেওয়ার পেছনে মাসুদুজ্জামান মাসুদের অবদানের প্রতিদান দিচ্ছেন আতাউর রহমান মুকুল। অন্যদিকে মাকসুদ হোসেন নারায়ণগঞ্জ-৫ আসনে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হয়ে একাই লড়ে যাচ্ছেন প্রতিকুল পরিবেশের মধ্য দিয়ে।

তবে এই তিনজন আলোচিত ব্যক্তিকে এক কাঁতারে পাশাপাশি দাঁড়াতে দেখে প্রশংসা করেছেন উপস্থিত সকলে।

জানাগেছে, শুক্রবার ১২ ডিসেম্বর বিকেলে মদনপুর ইউনিয়নের ছোট সাহেব বাড়ির বাসিন্দা মোবারক হোসেন ভূঁইয়ার জানাযা নামাজে অংশগ্রহণ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী ও বন্দর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মো. মাকসুদ হোসেন এবং এসময় মরহুমের পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও বিপুল সংখ্যক সর্বসাধারণ উপস্থিত ছিলেন। সকল ভেদাভেদ ভুলে এমন পাশাপাশি তিনজনকে দাঁড়ানোর দৃশ্য মুগ্ধ করেছে সবাইকে। তাদের সাথে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় তারা একে অপরের সাথে কথা বলেছেন, কুশল বিনিময় করেছেন। তবে ঠিক কি নিয়ে কথা হয়েছে তা স্পষ্ট করে বলতে পারেন নাই। তবে তিনজনের মধ্যে কুশল বিনিময়ের দৃশ্যটি সকলকে মুগ্ধ করেছেন।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group