News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয়  শূরা সদস্য হলেন শাহীন আদনান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৮:৪১ পিএম ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয়  শূরা সদস্য হলেন শাহীন আদনান

‎ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ২০২৬ সেশনের নব-গঠিত কেন্দ্রীয় মজলিসে আমেলা ও শূরার তালিকায় স্থান পেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্র আন্দোলনের সভাপতি এইচ এম শাহীন আদনান।

শুক্রবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ২০২৬ সেশনের নবগঠিত কেন্দ্রীয় মজলিসে আমেলা ও শূরার তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হিসেবে স্থান পান নারায়ণগঞ্জ মহানগর ছাত্র আন্দোলনের সভাপতি এইচ এম শাহীন আদনান।

‎সংগঠন সূত্রে জানাযায়, নবগঠিত কেন্দ্রীয় মজলিসে আমেলা ও শূরার মাধ্যমে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আগামী সেশনের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। এতে সারাদেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে অভিজ্ঞ, ত্যাগী ও আদর্শবান নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

‎এইচ এম শাহীন আদনান বর্তমানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতির দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন, ছাত্রসমাজের নৈতিক উন্নয়ন এবং সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

‎কেন্দ্রীয় মজলিসে শূরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এই পরিষদের মাধ্যমে সংগঠনের নীতি, কর্মপরিকল্পনা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণ করা হয়। নারায়ণগঞ্জ মহানগর থেকে একজন দায়িত্বশীল নেতার এই পরিষদে অন্তর্ভুক্তি স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে।

‎তালিকা প্রকাশের পর নারায়ণগঞ্জ মহানগরের প্রচার সম্পাদক মুহা খালেদ সাইফুল্লাহ সানভীর  জানান, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, কেন্দ্রীয় পর্যায়ে তার সক্রিয় ভূমিকা সংগঠনের সার্বিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।

‎এইচ এম শাহীন আদনান বলেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হিসেবে দায়িত্ব পাওয়া তার জন্য সম্মানের পাশাপাশি বড় দায়িত্ব। তিনি সংগঠনের আদর্শ বাস্তবায়ন, ছাত্রসমাজকে নৈতিকতা ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে প্রস্তুত করতে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সকলের দোয়া কামনা করেন।

‎‎সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানান, নবগঠিত কেন্দ্রীয় মজলিসে আমেলা ও শূরার মাধ্যমে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আগামী দিনে শিক্ষাঙ্গন ও সমাজে ইতিবাচক পরিবর্তনে আরও কার্যকর ভূমিকা রাখবে।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group