নির্বাচন চাই পরিবর্তনের লক্ষ্যে- এমন দাবি উচ্চারিত হয়েছে সুজন- সুশাসনের জন্য নাগরিক আয়োজিত গোল টেবিল বৈঠকে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০ টায় নারায়ণগঞ্জের চাষাঢ়ায় একটি কনভেশন হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা’ শিরোনামে এ বৈঠকে বক্তারা বলেন, মানুষ আগেও একাধিক নির্বাচন দেখেছে, এবার গুণগত পরিবর্তন দরকার। বর্তমান শাসন কাঠামোতে যা যা রয়েছে এর মধ্যে অনেক কিছুর পরিবর্তন প্রয়োজন। পুরোনো রাজনীতি দিয়ে সব কিছু করা সম্ভব নয়। নতুন ধরনের দৃষ্টিভঙ্গি দরকার। তাই সুষ্ঠু নির্বাচন শুধু ক্ষমতা বদলের বিষয় হলে পুরোনো ব্যবস্থা ফিরে আসবে, যা দেশের মানুষ প্রত্যাখান করেছে।
সুজন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ধীমান সাহা জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল হক আশুর সঞ্চালনায় গোল টেবিল বৈঠকে আলোচনা করেন, মানবাধিকার কর্মী ও দৈনিক খবরের পাতার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, গণতান্ত্রিক আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা, বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক রহিমা খাতুন, সুজন কেন্দ্রীয় সহযোগী সমন্বয়কারী জনাব তৌফিক জিল্লুর রহমান, পরিবেশ কর্মী তারিক বাবু, সমমনা'র সাধারণ সম্পাদক গোবিন্দ সাহা, নারায়ণগঞ্জ জেলা প্রগতি লেখক সংঘের সভাপতি জাকির হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিনা তাজরিন, কবি সাংবাদিক কাজল কানন, শারেফ আহামদ, শিক্ষক বেলাল হোসাইন, ব্যবসায়ী জামাল উদ্দিন, নারায়ণগঞ্জ আইন কলেজের অধ্যক্ষ সাখাওয়াত ভূইয়া,ফটো সাংবাদিক প্রণব কুমার রায়, সোনারগাঁও সুজনের সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান ও আড়াইহাজার সুজনের সভাপতি মনিরুজ্জামান মিয়াসহ ইয়ুথ এন্ডিং হাঙ্গার এর নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ সহ জেলা সুজন এর সদস্যরা।
দেশব্যাপী সুজন এই বৈঠক আয়োজন করছে। এর থেকে উচ্চারিত দাবিগুলো রাজনৈতিক দলগুলোর প্রতি তুলে ধরা হবে বলে আয়োজকরা জানান।






































আপনার মতামত লিখুন :