News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২

বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন গোলাম ফারুক খোকন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০৫:৫৪ পিএম বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন গোলাম ফারুক খোকন

মহান বিজয় দিবসের গৌরবোজ্জ্বল মুহূর্তে নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও  অভিনন্দন জানিয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।

সোমবার (১৫ ডিসেম্বর) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মহান বিজয় দিবস বাঙালি জাতির ইতিহাসে এক অনন্য ও শ্রেষ্ঠ অর্জনের দিন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় অধ্যায়, যা আজও আমাদের আত্মপরিচয় ও অস্তিত্বের প্রেরণার উৎস।

তিনি আরও বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বৈষম্য ও শোষণের বিরুদ্ধে যে প্রতিবাদের বীজ রোপিত হয়েছিল, তা একাত্তরে শোষণ, বঞ্চনা ও নির্যাতনের বিরুদ্ধে স্বাধীনতার লক্ষ্যে সশস্ত্র মুক্তিযুদ্ধে রূপ নেয়। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামে ৩০ লাখ শহিদের আত্মত্যাগ ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই মহান বিজয় আমাদের জাতীয় অহংকার।

গোলাম ফারুক খোকন বলেন, পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ লড়াই যুগ যুগ ধরে বিশ্বের মুক্তিকামী মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। মহান বিজয় দিবস আমাদের সত্য, ন্যায় ও মানবিক অধিকারের পক্ষে অবিচল থেকে লড়াই করার শক্তি জোগায়। শোষণ, জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর শিক্ষা দেয় এই দিন।

শুভেচ্ছা বার্তায় তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী লাখো শহিদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং জীবিত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করেন। একই সঙ্গে মুক্তিযুদ্ধের সংগঠক, শহীদ পরিবার এবং মহান বিজয় অর্জনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রাখা সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group