নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অবস্থিত আনোয়ার মডেল স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় সরকারি কদম রসুল কলেজ সংলগ্ন একরামপুর এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ার মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য মো. কামাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. শামীম, মো. সোহেল, আনোয়ার মডেল স্কুলের উপদেষ্টা মো. মাসুদ সরকার মাসুম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মাসুদ মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান ও শিক্ষানুরাগী মো. সফিউল বাশার শাকিল এবং আনোয়ার মডেল স্কুলের অভিভাবক সদস্য মো. আশিকুর রহমান বাপ্পী।
আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য মো. আব্দুল হালিম মমিন, মো. আমির হোসেন সাগর ও মো. সোহেল মিয়া।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার মানোন্নয়ন, নৈতিক শিক্ষা ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পরে বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।





































আপনার মতামত লিখুন :