নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দর ২০ নং ওয়ার্ডের দড়ি সোনাকান্দা এলাকায় ধর্ষণ চেষ্টাকালে হত্যার শিকার স্কুলছাত্রী আলিফার হত্যাকারীদেরকে দ্রুত আইনে অবিলম্বে দৃষ্টান্তমূলক বিচার কার্যকরের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিসের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সাধারণ সম্পাদক হানিফ কবির বাবুল, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, বন্দর থানা সাধারণ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম ভুইঁয়া, নাসিক ২০ নং ওয়ার্ড সভাপতি মুহাম্মদ ছানাউল্লাহ, সাধারণ সম্পাদক মুহাম্মদ মুছা ও নিহত স্কুলছাত্রী আলিফার বাবা মোহাম্মদ আলী সহ সামাজিক নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় মেধাবী স্কুলছাত্রী আলিফা আক্তারকে অত্যন্ত নির্মম ও পৈশাচিক উপায়ে হত্যা করা হয়েছে। একটি স্বাধীন ও সভ্য সমাজে একজন নিষ্পাপ শিক্ষার্থীর এমন করুণ মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই জঘন্য হত্যাকাণ্ড সারা নারায়ণগঞ্জের বিবেকবান মানুষের হৃদয়ে প্রচণ্ড আঘাত হেনেছে। আলিফার পরিবারের আর্তনাদ আজ আকাশ-বাতাস ভারী করে তুলেছে। এ ধরনের অপরাধীরা যদি দৃষ্টান্তমূলক শাস্তি না পায়, তবে সমাজে নারী ও শিশুদের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে এবং অপরাধীরা আরও দুঃসাহস দেখাবে।
স্মারকলিপিতে ৫ দফা দাবী উপস্থাপন করা হয়। দাবীগুলো হলো আলিফা হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল হোতা এবং তাদের সহযোগীদের ব্যাপারে দ্রুত তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করতে হবে। মামলার গুরুত্ব বিবেচনা করে এটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করতে হবে এবং স্বল্পতম সময়ের মধ্যে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। খুনিদের সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদণ্ড) নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য অপরাধ করার সাহস না পায়। বন্দর এলাকাসহ জেলার প্রতিটি এলাকায় বিশেষ করে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর নজরদারি ও টহল বৃদ্ধি করতে হবে।







































আপনার মতামত লিখুন :