ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ২৭ ডিসেম্বর নগর কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি সভায় বলেছেন, ওসমান হাদিকে গুলি করার পরে আজ পনের দিন অতিক্রান্ত হয়েছে কিন্তু ওসমান হাদীকে যে গুলি করেছে তাকে এখনো গ্রেফতার করতে পারে নাই আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর বুকে একজনকে দিবালোকে গুলি করার পরেও অপরাধী এভাবে ধারা-ছোঁয়ার বাইরে থাকা স্পষ্টত রাষ্ট্রের ব্যর্থতা নির্দেশ করছে।
মুফতি মাসুম বিল্লাহ প্রশ্ন রেখে বলেন, যার জানাজার নামাজে রাষ্ট্রের প্রধান নির্বাহী ও সেনাপ্রধানসহ রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকেন তার হত্যাকারীকে ধরতে রাজপথে অবস্থান নিতে হবে কেন? আমাদের পুলিশ, গোয়েন্দা বাহিনীতে প্রচুর বিনিয়োগ করা হয়েছে। অনেক যন্ত্রপাতি কেনা হয়েছে। সেগুলো কোথায়? অবস্থার প্রেক্ষিতে এই প্রশ্ন জোরালো হয়ে দেখা দিচ্ছে যে, আইন-শৃঙ্খলা বাহিনীতে পতিত ফ্যাসিবাদের পক্ষের লোকজন কি এখনো স্বদর্পে বিরাজ করছে? তাই যদি হয় তাহলে আগামী নির্বাচন বিভিন্ন দলের জাতীয় নেতৃবৃন্দের নিরাপত্তার কি হবে?
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে হাতপাখাকে বিজয়ী করতে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।









































আপনার মতামত লিখুন :