News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

অটো রিকশায় পালানোর চেষ্টা, ফতুল্লায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৮:২৫ পিএম অটো রিকশায় পালানোর চেষ্টা, ফতুল্লায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ছাত্রদল নেতা রাকিব সহ বৈষম্য বিরোধী একাধিক হত্যা মামলার আসামী শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর মেম্বারকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

রোববার বিকেলে তাকে স্থানীয় জনতার সহায়তায় ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত জাহাঙ্গীর ওরফে জাহাঙ্গীর মেম্বার ফতুল্লা থানা শ্রমিক লীগের সহ সভাপতি ও কুতুবপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকায় অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি অটোরিক্সায় করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর মেম্বার। এ সময় পুলিশ ও স্থানীয় জনতা ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান জানান, রোববার বিকেলে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ছাত্রদল নেতা রাকিব হত্যা সহ ফতুল্লা থানায় বৈষম্য বিরোধী বেশ কয়েকটি মামলা রয়েছে। 

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group