নারায়ণগঞ্জ-৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। রোববার ২৮ ডিসেম্বর সকালে তার অনুসারী মাসুদ রানা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্রটি সংগ্রহ করেন। অপরদিকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল।
আবু আল ইউসুফ খান টিপুর মনোনয়ন ক্রয়ের মধ্য দিয়ে এই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী প্রত্যেক বিএনপি নেতাই নিজেদের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন।
টিপু ছাড়াও এই আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপি নেতা আবু জাফর আহম্মেদ বাবুল, মহানগর বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদ, ও সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে টিপু সাংবাদিকদের বলেন, আমি আজকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছি। আমি আশাবাদী দল আমাকে মূল্যায়ন করবেন। যদি আমাকে মনোনয়ন নাও দেওয়া হয় তাহলে দল থেকে চূড়ান্তভাবে যাকে মনোনীত করা হবে, যার হাতে ধানের শীষ তুলে দেওয়া হবে আমরা সকলেই ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য কাজ করবো।
দল থেকে মনোনয়ন না দেওয়া হলে স্বতন্ত্রপ্রার্থী হবেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, দল যদি আমাকে মনোনয়ন না দেন তাহলে আমি স্বতন্ত্র প্রার্থী হবোনা। দল আমাকে দলের সদস্য সচিবের মত গুরুত্বপূর্ন দায়িত্ব দিয়েছেন। আমি আমার সেই দায়িত্বের জায়গা থেকে দলীয় প্রার্থী বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হতে পারিনা। পাশাপাশি দলের সদস্য সচিব হিসেবে আমি সকলের প্রতি অনুরোধ রাখবো অন্য কেউ যেন দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী না হয়।


































আপনার মতামত লিখুন :