নারায়ণগঞ্জ শহরের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শব্দ দূষণ বন্ধে জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তারিকুল ইসলাম এবং সুনিম সোহানার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় শব্দ দূষণের অভিযোগে ৫টি যানবাহন ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ৫ টি হর্ণ জব্দ করা হয়েছে। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিউকিশন প্রদান করেন।
নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা।







































আপনার মতামত লিখুন :