News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমীর শোভাযাত্রা র‌্যালি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০৭:১১ পিএম বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমীর শোভাযাত্রা র‌্যালি

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। শনিবার ১৬ আগস্ট সকাল ১১টায় শহরের ২নং রেলগেট এলাকায় থেকে বর্ণাঢ্য এক শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসব উদযাপন শুরু হয়। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ২নং রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়।

শোভাযাত্রার উদ্বোধন করবেন নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন ও আশ্রম এর অধ্যক্ষ স্বামী একনাথনন্দজী মহারাজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, প্রধান প্রক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

শোভাযাত্রার পূর্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। নারায়ণগঞ্জে আমরা দৃষ্টান্ত সৃষ্টি করেছি যে, কিভাবে সম্প্রীতির মাধ্যমে কাঁধে কাঁধে রেখে মানুষ ও সমাজের জন্য কাজ করা যায়। আমরা এই সম্প্রীতিকে ধরে রেখে আগামীতে যে সমাজ ব্যবস্থা প্রত্যাশা করি, সেই সমাজ গঠন করতে পারেবো।

তিনি আরও বলেন, যুগে যুগে শ্রীকৃষ্ণ অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে সমাজ সংস্কার ও শান্তি প্রতিষ্ঠার জন্য আবির্ভূত হয়েছেন। আমরা যদি তাঁর দেখানো পথে চলি তবে সমাজে সত্যিকারের শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।

সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক শংকর কুমার দে।

আরো উপস্থিত ছিলেন, মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার উপদেষ্টা প্রবীর কুমার সাহা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি পরিতোষ কান্তি সাহা, পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক বাসুদেব চক্রবর্তী, লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কর্মকার, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক বিপ্লব সাহা, সদস্য সচিব দুলাল দাস,  ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, এনসিপি নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সমন্বয়ক আহম্মেদুর রহমান তনু সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

শোভাযাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত র‌্যালিতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, ও ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।

শোভাযাত্রা শেষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিপন সরকার গণমাধ্যমকে বলেন, নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অন্যান্য উদাহরণ। ৫ আগস্টের পর অনেকেই হয়তো ভেবেছিলেন নারায়ণগঞ্জের হিন্দু সম্প্রদায়ের মানুষ নিরাপত্তা ঝুঁকিতে থাকবে। কিন্তু সেটি ভুল প্রমাণিত হয়েছে। ৫ আগস্টের পর বিএনপি, জামায়াত, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দরা আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়িয়েছিলো। আজকেও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শোভাযাত্রা সফল করতে শুরু থেকে আমাদের র‌্যালে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এবং ইসলামী আন্দোলনের মুফতি মাসুম বিল্লাহ। এটি একটি অন্যন্য দৃষ্টান্ত হয়ে থাকবে নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির।

সকালে শোভাযাত্রা র‌্যালি শেষে রাতে শ্রী শ্রী রাজা লক্ষ্মীনারায়ণ জিউর বিগ্রহ মন্দিরে দেশ জাতি ও বিশ্বমানবের মঙ্গল কামনায় শ্রী শ্রী কৃষ্ণ পূজা ও প্রসাদ বিতরণ করা হয়।

Islam's Group