হেফাজতে ইসলামের নায়েবে আমীর ও ডিআইটি রেলকলোনী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আব্দুল আউয়াল বলেছেন, সঠিকভাবে দ্বীন ইসলামের জ্ঞান অর্জন না করে ওই সমস্ত মানুষগুলির অবস্থা দেখলে আমলের উপড় প্রশ্ন আসে। আমি সঠিক আছি কিনা তারা সঠিক আছে? এ নিয়ে অনেক বিভ্রান্তির শিকার আমরা। সারাদেশের মানুষগুলোকে একত্রিতভাবে মক্কা শরীফ মদীনা শরীফ গেলে দেখা যায় সেখানের নামাজ ইকতিদা আজান লেবাস সবকিছু যদি আমরা কোরআন হাদীসের মতে না মিলাতে পারি আমরা বিভ্রান্তিতে পৌছে যাবো।
শুক্রবার (১৫ আগস্ট) জুমআর নামাজের খুতবার বয়ানে তিনি এসব কথা বলেন। আব্দুল আউয়াল বলেন, আমরা আমাদের এদেশে অধিকাংশ মানুষ সংখ্যাগরিষ্ঠ মানুষ হানাফি মাজাহাবের অনুসারি। এমনকি সারা ওয়াল্ডে আদমশুমারী অনুযায়ী চারটা মাজহাবের মধ্যে হানাফি মাজহাবের অনুসারীদের সখ্যা বেশি। কোনো কোনো এলাকায় অন্যান্য মাজহাবের অনুসারি আছে। চার মাজহাবের মধ্যে সত্যিকারের মাজহাব পালনেওয়ালের সংখ্যা খুব কম। যারা নিজেদের খেলাল খুশিমতো আমলগুলো সাজিয়ে নিয়েছি।
তিনি আরও বলেন, এই অবস্থায় এর উপড় জ্ঞান অর্জন না করে আপনি মক্কা মদিনা জিয়ারত করেন সেখানের আমল দেখে মনে হবে আমি একজন দোষি। ওদের আমল মনে হয় ভালো। অনেকগুলো ভুল পরিলক্ষিত হচ্ছে। এজন্য উমরাহ বা হজ্জে যাওয়ার আগে ভালোভাবে জেনে যাওয়া প্রয়োজন।
আপনার মতামত লিখুন :