আগামী ১৬ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের লীলা পুরুষোত্তম শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব। মহোৎসবকে সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপনের করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৮ আগস্ট বিকেল ৫টায় শহরের চাষাঢ়ায় শ্রী শ্রী গোপাল জিউর বিগ্রহ মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা ও মহানগরের উদ্যোগে উক্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়। আমরাও শান্তি প্রতিষ্ঠা করতে চাই। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা সব সময় হিন্দু সম্প্রদায়ের পাশে ছিলাম আছি থাকবো। আমাদের দেশের সকল নাগরিকের সমান অধিকার। সকল ধর্মের, সকল পেশার এবং সকল বয়সের নাগরিক সমান অধিকার নিয়ে জন্মায়। তাই নিজেকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগরিষ্ঠ ভাবার সুযোগ নাই। আমরা সবাই মিলেমিশে এদেশে বসবাস করবো। জন্মাষ্টমীর র্যালিতে তিনি শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থাকবেন বলে প্রতিশ্রুতি দেন।
বিশেষ বক্তার বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, পৃথিবীর সকল ধর্মই শান্তির কথা বলে। সত্য ও ন্যায়নীতির কথা বলে। সবখানেই আপনি শান্তির বাণী পাবেন। তাই আমরা সকল ধর্মের মানুষ এদেশে সুন্দরভাবে বসবাস করবো। আপনারা যেখানেই ডাকবেন আমরা মহানগর বিএনপি সবসময় আপনাদের পাশে থাকব। আপনারা সকল ভয়-ভীতির উর্ধ্বে উঠে জাঁক জমকপূর্ণভাবে জন্মাষ্টমী আয়োজনের প্রস্তুতি নিতে শুরু করুন। কোথাও কোন বাঁধার সম্মুখীন হলে আমাদেরকে জানাবেন।
তিনি আরো বলেন, পূজা পরিষদের নেতৃবৃন্দের সাথে হয়তো আপনাদের সম্প্রদায়ের অনেকের মত পার্থক্য থাকতে পারে। তাই বলে আপনারা একে অন্যের রক্ত জড়াবেন না। এতে করে তৃতীয় কোন পক্ষ সুযোগ নিয়ে আপনাদের ক্ষতি করার সুযোগ পাবে। তাই সকল পক্ষের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা নিজেরা আলোচনায় বসে আপনাদের মধ্যকার মত পার্থক্য মিটিয়ে নিবেন। আমাদের ডাকলে আমরা আপনাদের পাশে থাকবো।
নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি সভাপতি বিষ্ণুপদ সাহা'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক সুশীল দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সংকর কুমার দে এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন।
আপনার মতামত লিখুন :