পাকিস্তানের আজাদ কাশ্মীরের তথ্যমন্ত্রী আল্লামা সাইয়্যিদ পীর মোহাম্মদ মাজহারুল মাজহার সাঈদ শাহ হাফিঃ নারায়ণগঞ্জ সফর করেছেন। তিনি দেওভোগ জামি'আ আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা ও জেলা পরিষদ এলাকাতে জামিয়া কারিমিয়াতে বয়ান করেছেন।
২৭ আগস্ট তিনি নারায়ণগঞ্জ আসেন। এছাড়াও শাইখুল হাদিস মুফতি আব্দুর রহমান, শাইখুল হাদিস মাওলানা ফারুক আহমেদ, জামিয়া কারামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ সায়েম আহমেদ সহ অন্যান্য ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী আল্লামা সাইয়্যিদ পীর মোহাম্মদ মাজহারুল মাজহার সাঈদ শাহ হাফিঃ পরিদর্শন শেষে প্রধান অতিথি হিসেবে কুরআন ও হাদিসের আলোকে বয়ান পেশ করেন। এবং মাদ্রাসার সকল শিক্ষার্থীদের দ্বীনি এলেম শিক্ষা গ্রহণ করার জন্য আহ্বান করেন। এবং মসজিদ নির্মাণের পাশাপাশি এর মাদ্রাসা প্রতিষ্ঠানের নির্মাণেরও উদ্দীগী হওয়ার জন্য নির্দেশনা করেন। এবং ইসলামিক কোন ধর্মকেই যেন হিংসা না করা হয় তার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান করেন ।
আপনার মতামত লিখুন :