News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

জেলায় স্কুল সহ ৩ হাজার কেন্দ্রে দেয়া হবে টাইফয়েড টিকা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৫:২১ পিএম জেলায় স্কুল সহ ৩ হাজার কেন্দ্রে দেয়া হবে টাইফয়েড টিকা

নারায়ণগঞ্জে শিশু কিশোর ও শিক্ষার্থীদের মধ্যে টাইফয়েড টিকাদান সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং পরামর্শমুলক দিনব্যাপী কর্মশালা বুধবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

জেলা তথ্য অফিস আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. এ.এফ.এম মশিউর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন গণ যোগাযোগ অধিদপ্তরের উপ পরিচালক ফাহিমা জাহান,উপ পরিচালক জেলা পরিবার পরিকল্পনা বিভাগ শহিদুল ইসলাম, জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি সহ আরো অনেকে।

কর্মশালায় জানানো হয় আগামী ১২ অক্টোবর থেকে সারা দেশে টাইফয়েড টিকা দান শুরু হবে। টাইফয়েড জ্বর থেকে শিশু কিশোর কে সুরক্ষিত করার জন্য টিকা প্রদান করার জন্য জন সচেতনা সৃষ্টির আহবান জানান। তারা জানান এ-ই টিকা প্রদানের পর কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

জেলা সিভিল সার্জন  ডা. এ.এফ.এম মশিউর রহমান বলেন, নারাায়ণগঞ্জে পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী জনসংখ্যা ৩৮ লাখ। আরো ৬০ লাখ লোক রয়েছে ভাসমান। যারা রেজিস্ট্রেশন করবে সকলকেই টিকা দেয়া হবে। নারাায়ণগঞ্জে ২ হাজারের অধিক শিক্ষা প্রতিষ্ঠান ও ১ হাজারের অধিক টিকাদান কেন্দ্রে একযোগে ১৮ দিনব্যাপী টাইফয়েডের টিকা দেয়া হবে। বাদ পড়ার কোন সম্ভাবনা নেই। তবে যারা টিকা নিবে তাদেরকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে।

Islam's Group