নারায়ণগঞ্জের সদর, বন্দর ও সোনারগাঁও উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার ২৫ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার খন্দকার শমিত রাজা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টিম কর্তৃক শব্দদূষণ বন্ধে অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিউকিশন প্রদান করেন।
একই সাথে কাঁচপুর রাজস্ব সার্কেল এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম ও নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিকুর রহমানের নেতৃত্বে সোনারগাঁও থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টিম নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে অভিযান পরিচালনা করা হয়।
এদিকে নারায়ণঞ্জ জেলার বন্দর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতির নেতৃত্ব বন্দর থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমন্বয়ে গঠিত একটি টিম কর্তৃক নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার শাসনেরবাগ নামক স্থানে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযান গুলোতে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিকিউশন প্রদান করেন।
অভিযানে শব্দদূষণ করায় ৫ টি যানবাহন থেকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা ও ৫ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। সেই সাথে মেসার্স আল্লাহ দান ব্রিক ফিল্ড থেকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে, সোনারগাঁয়ে মোগড়াপাড়া এলাকার ২ টি প্রতিষ্ঠান থেকে প্রায় ১৩৭ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। সেই সাথে ২০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়। দুটি প্রতিষ্ঠানের মধ্যে মেসার্স বিসমিল্লাহ প্যাকেজিং নামক প্রতিষ্ঠানটি কে ১৫ হাজার টাকা জরিমানা করা হলেও জরিমানার অর্থ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটির ম্যানেজারকে অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।








































আপনার মতামত লিখুন :