News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

ফতুল্লায় মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫, ০৭:৫২ পিএম ফতুল্লায় মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার

র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল ৩ ডিসেম্বর ফতুল্লা থানাধীন পিলকুনী পাঁচতলা গ্রামস্থ জনৈক মোঃ মাহফুজের ভাড়াবাড়ির নিচ তলা থেকে সর্বমোট ২৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি গাঁজা এবং মাদক বিক্রির ১ লাখ ৫৩ হাজার টাকা উদ্ধারসহ পেশাদার মাদক ব্যবসায়ী জহিরুল ইসলাম সাহনকে (২৫) গ্রেফতার করে।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামী সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্যের বড় আকারের চালান দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অভিনব কৌশলে সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় বহন, সরবরাহ এবং বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে মাদক চোরাচালানের সাথে সম্পৃক্তদের বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ সংক্রান্তে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদেরকে আইনের আওতায় আনার জন্য এবং মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-১১, সিপিসি-১ এর গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রম অব্যহত থাকবে।

Islam's Group