নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আমরা যারা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে ভালোবাসি তাদের প্রতি অনুরোধ; আপনারা কেউ জনগণের বিপক্ষে যাবেন না। জনগণকে কোনো প্রকার হয়রানি করবেন না। জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করবেন না। কোনো চাঁদাবাজ কোনো সন্ত্রাসী এবং কোনো মাদকাসক্ত বিএনপিতে ঠাঁই নাই। বিএনপি তাদেরকে গ্রহণ করবেন না।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে বন্দরের মদনপুরে নাগিনা জোহা স্কুলে দোয়া ও মিলাদ মাহফিল এবং বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। এদিন বন্দর থানা ছাত্রদলের উদ্যোগে জুলাই আগস্টে আন্দোলনের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা আহতদের সুস্থতায় দোয়া ও মিলাদ মাহফিল এবং বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আগামী দিনে আমরা নারায়ণগঞ্জের বন্দরকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই। আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচন হবে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার নির্বাচন। সেই নির্বাচনে সকলেই ধানের শীষের পক্ষে থাকবেন। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে থাকবেন।
তিনি আরও বলেন, বিএনপির কেউ যদি জনগণের বিপক্ষে অবস্থান করে কেউ যদি কারও সম্পত্তি দখল করে কারও কাছে চাঁদাবাজি করে তাহলে তার স্থান বিএনপিতে নেই। তার স্থান হবে জেলখানায়। এই নির্দেশ আমাদের নেতা তারেক রহমানের। সুতরাং সবাই সাবধান হয়ে যাই। জনগণের পক্ষে থাকি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে থাকি।
সাখাওয়াত হোসেন খান বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আওয়ামী লীগের দোসরদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা যে সকল কর্মকর্তারা রয়েছে যারা ভিতরে ভিতরে আওয়ামী লীগের দালালি করে তাদেরকে চিহ্নিত করে চাকরি থেকে বরখাস্ত করতে হবে। আমরা জনগণের পক্ষে কাজ করতে চাই।
আপনার মতামত লিখুন :