আড়াইহাজারে হেফাজতে ইসলাম বাংলাদেশ উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুর আড়াইটায় উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত পরিচিত সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশ আড়াইহাজার উপজেলার সভাপতি মাওলানা আইয়ুব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা আব্দুল আউয়াল।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লাম আব্দুল কাদের ও নারায়ণগঞ্জ জেলার বিশিষ্ট নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম গঠন করা হয়েছে সমাজিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদসহ ইসলামকে সমুন্নত রাখার জন্য। তাই যে কোন অন্যায় অবিচার ও বাতিলের বিরুদ্ধে ডাক আসলে আমাদের প্রতিবাদ করতে এগিয়ে আসতে হবে। ওলয়ামায় কেরাম একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় পায়না।
আপনার মতামত লিখুন :