News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

বিএনপির অপকর্মকারীদের সতর্ক করলেন সাখাওয়াত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ৮, ২০২৫, ০৭:২৪ পিএম বিএনপির অপকর্মকারীদের সতর্ক করলেন সাখাওয়াত

নারায়ণগঞ্জের বন্দরে জুলাই আগস্টে আন্দোলনের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা আহতদের সুস্থতায় দোয়া ও মিলাদ মাহফিল এবং বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে বন্দর থানা ছাত্রদলের উদ্যোগে বন্দরের মদনপুরে নাগিনা জোহা স্কুলে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং প্রধান বক্তা হিসেবে সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু উপস্থিত ছিলেন।

এসময় অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বিএনপির কেউ যদি জনগণের বিপক্ষে অবস্থান করে কেউ যদি কারও সম্পত্তি দখল করে কারও কাছে চাঁদাবাজি করে তাহলে তার স্থান বিএনপিতে নেই। তার স্থান হবে জেলখানায়। এই নির্দেশ আমাদের নেতা তারেক রহমানের। সুতরাং সবাই সাবধান হয়ে যাই। জনগণের পক্ষে থাকি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে থাকি। 

বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আল আমিনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী নুরুদ্দিন, মহানগর বিএনপির সদস্য শাহীন আহমেদ ও বিএনপি নেতা আমান উল্লাহ আমান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Islam's Group