News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৯ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

গাজী ও হাসিনার দেশত্যাগে নিষেধাজ্ঞা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ৮, ২০২৫, ০৮:৩৮ পিএম গাজী ও হাসিনার দেশত্যাগে নিষেধাজ্ঞা

আওয়ামী সরকারের আমলের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রী হাসিনা গাজীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার একটি আদালত। অপর দিকে গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রী হাসিনা গাজী এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্যদের নামে থাকা ৩০ কোটি ৮৬ লাখ ৫৪ হাজার ৩১৬ টাকার অস্থাবর সম্পদ ও ১৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

দুদকের পৃথক আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব ৮ জুলাই এ আদেশ দেন। 

গত বছরের ২৪ আগস্ট দিবাগত রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ-১ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, আসামি গোলাম দস্তগীর গাজী (৭৭) ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসবিহীন প্রায় ২৩.৫১ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন এবং ৬টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৫৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। তিনি এসব অবৈধ সম্পদ বিক্রয় বা হস্তান্তরের চেষ্টা করছেন। তাই রাষ্ট্রীয় স্বার্থে এসব সম্পদ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন। এছাড়া গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রী হাসিনা গাজী দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে এবং এর ফলে তদন্ত কার্যক্রম বিঘ্নিত হতে পারে বিধায় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

Islam's Group