News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৯ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

অন্তবর্তীকালিন সরকার সংস্কারের কথা বলে নির্বাচন পেছাচ্ছে : টিপু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ৮, ২০২৫, ০৮:৪৩ পিএম অন্তবর্তীকালিন সরকার সংস্কারের কথা বলে নির্বাচন পেছাচ্ছে : টিপু

নিউজ নারায়ণগঞ্জ ডটকম: মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমরা বিগত ১৬ টি বছর ভোট দিতে পারি নাই। আমরা নিজের ভোট দিতে পারি নাই। ফ্যাসিস্ট হাসিনা সরকার বেগম খালেদা জিয়া তারেক জিয়াকে ভয় পেয়ে নির্বাচন দেয় নাই। নির্বাচন না দিয়ে খুন গুম বাক স্বাধীনতা গণতন্ত্রের স্বাধীনতা হরণ করেছে।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে বন্দরের মদনপুরে নাগিনা জোহা স্কুলে দোয়া ও মিলাদ মাহফিল এবং বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। এদিন বন্দর থানা ছাত্রদলের উদ্যোগে জুলাই আগস্টে আন্দোলনের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা আহতদের সুস্থতায় দোয়া ও মিলাদ মাহফিল এবং বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।

অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, তারেক রহমানের ডাকে এদেশের বিএনপি সহ ২০ দল এবং এদেশের ছাত্র সমাজ একাকার হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে পতন ঘটিয়েছে। সেদিন শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পলায়ন করতে বাধ্য হয়েছে।

তিনি আরও বলেন, আমরা আশা করছিলাম অন্তবর্তীকালিন সরকার এদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিবে। কিন্তু আমরা দেখতে পারছি অন্তবর্তীকালিন সরকার সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দিচ্ছে। আর জনগণ নির্বাচনের জন্য হাহাকার করছে। আপনারা সংস্কারের কথা বলে নির্বাচনকে পিছাবেন না।

Islam's Group