News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

অচিরেই ৭ খুন মামলা দ্রুত নিস্পত্তি করা হবে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ০৮:৩১ পিএম অচিরেই ৭ খুন মামলা দ্রুত নিস্পত্তি করা হবে

বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যা মামলা সম্পর্কে বলেন, আলোচিত ত্বকী হত্যা মামলাটি অত্যন্ত সেনসেটিভ মামলা। এই মামলার স্থবিরতা কোন স্টেজে রয়েছে সেটি জেনে নিয়ে দ্রুত নিস্পত্তির উদ্যোগ নেয়া হবে। আপনারা দেখেছেন সেনসিটিভ মামলার মধ্যে আবরার ফাহাদ মামলা টপ প্রায়োরিটি দিয়ে করেছি। মেজর সিনহা হত্যা মামলা টপ প্রায়োরিটি দিয়ে করেছি। ত্বকী হত্যা মামলাটিও এ ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ মামলা। আমরা চিন্তা করবো কিভাবে এটিকে দ্রুত ত্বরান্তিত করা যায়। নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলাও দ্রুত নিস্পত্তির জন্য পদক্ষেপ নেয়া হয়েছে। আপনার দেখবেন এটিও দ্রুত নিস্পত্তি হবে।

৯ জুলাই বুধবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবনে সমিতির কার্যনির্বাহী কমিটি এবং জেলার সকল সরকারি কৌসুলী ও পাবলিক প্রসিকিউটরগণের সঙ্গে মত বিনিময় সভার পূর্বে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান। নারায়ণগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবু শামীম আজাদের সভাপতি আরো উপস্থিত ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রবিউল ইসলাম, জেলা আদালতের পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, নারীি ও শিশু আদালতের পিপি অ্যাডভোকেট খোরশেদ মোল্লা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ন কবির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধানসহ আরো অনেকে।

Islam's Group