'গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ' কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে অবস্থিত ধনু হাজী খালের উভয় পাশে ৩০০ তালের চারা রোপণ কার্যক্রম শুরু করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ।
এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর, সাদিয়া আক্তার ও আসাদুজ্জামানসহ অন্যান্যরা।
জেলা প্রশাসক বলেন, এক লাখ বৃক্ষ রোপণের উদ্যোগ বাস্তবায়নে জেলা শহরের পাশাপাশি উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন পর্যায়ের জনসাধারণকে সাথে নিয়ে দুই মাস ধরে নিরলসভাবে কাজ করছেন।
উল্লেখ্য ১০ মে শুরু হওয়া নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের বহুল প্রশংসিত উদ্যোগ 'গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ' কর্মসূচিতে ১ লক্ষ বৃক্ষ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এ কার্যক্রমে জেলা প্রশাসক নিজে বিভিন্ন স্থানে উপস্থিত থেকে বৃক্ষ রোপণ করেন। এছাড়া মন্ত্রণালয়ের কয়েকজন সিনিয়র সচিব, সচিব ও বিভাগীয় কমিশনার, ঢাকা নিজেই অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের অংশ হিসেবে বৃক্ষ রোপণ করেছেন।
আপনার মতামত লিখুন :