News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

৫ বছর পর নারায়ণগঞ্জবাসী ফল পাবে : জেলা প্রশাসক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ০৮:২২ পিএম ৫ বছর পর নারায়ণগঞ্জবাসী ফল পাবে : জেলা প্রশাসক

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, বৃক্ষ রোপন করাটা অনেক চ্যালেঞ্জিং কাজ। আমি বললাম আর হয়ে গেলো বিষয়টা এরকম না। আমার কতগুলো অফিসার দুইমাস যাবত দিনরাত পরিশ্রম করে শেষ পর্যায়ে এসেছি। জেলার প্রত্যেকটা উপজেলার নির্বাহী কর্মকর্তারা বিভিন্ন ডিপার্টমেন্টের লোকজন কাজ করছে।

বুধবার (৯ জুলাই) দুপুরে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের ধনু হাজী খালের উভয় পাড়ে চারা রোপন কার্যক্রম উদ্বোধনে তিনি এসব কথা বলেন। এদিন 'গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ' কর্মসূচির অংশ হিসেবে খালের উভয় পাশে ৩ শতাধিক তালের চারা রোপন করা হয়েছে।

জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেন, অনেকে গাছ দিয়ে সহযোগিতা করেছেন। সবমিলিয়ে একলক্ষ গাছ লাগাতে সক্ষম হয়েছি। এখন বুঝা যাবে না। পাঁচ বছর পর এই গাছগুলোর উপকারিতা শহরবাসীর উপভোগ করতে পারবে।

প্রসঙ্গত, গত ১০ মে শুরু হওয়া নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের বহুল প্রশংসিত উদ্যোগ 'গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ' কর্মসূচিতে ১ লক্ষ বৃক্ষ রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। দুই মাসব্যাপি এ কার্যক্রমে প্রতিটি উপজেলায় বৃক্ষ রোপনের উদ্যোগ নেন জেলা প্রশাসন ও সকল উপজেলা প্রশাসন।

এ কার্যক্রমে জেলা প্রশাসক নিজে বিভিন্ন স্থানে উপস্থিত থেকে বৃক্ষ রোপন করেন। এছাড়া মন্ত্রণালয়ের কয়েকজন সিনিয়র সচিব, সচিব ও বিভাগীয় কমিশনার, ঢাকা নিজেই অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমে অংশ হিসেবে বৃক্ষ রোপন করেছেন।

Islam's Group